আজ আমার একটি ভ্রমণ এর গল্প আপনাদের সাথে সেয়ার করব,, এটা ২০১৫ এর ডিসেম্বর এর আমি তখন সবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ করি😁 তখন পরিবারের সবাই ঠিক করে কোথাও বেড়াতে যাবে সবাই তারপর বড়রা ঠিক করে সিলেট জেলায় অবস্থিত, হযরত শাহজালাল (রঃ) এর মাজার, হযরত শাহপরান (র) এর মাজার এবং জাফলং, চা বাগানে যাব আর কি একটি নিদিষ্ট দিন ঠিক করা হল ওই দিন সকাল ভোর ৫ টায় আমরা সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয় 😊৷ 💖💖💖💖💖
মন যা চায়। মো সাঈম তুমি কি যান? আমার খুব করে মনে চায় কোনো এক বিকালে ধর্ম সাগরের পারে তোমার হাতে হাত রেখে বাদাম খেতে খুব মনে দরে। তুমি কি যান? আমার ত খুব মনে দরে, কোনো এক চাঁদনি রাতে আমি তুমি একি ছাঁদে বসে গুনি আকশের সব অবিচ্ছিন্ন তাঁরা। তুমি কি যান? আমার সারাদিন কাটে তোমার বিবর মায়ায় ভালবাসতে খুব ইচ্ছে করে মায়ার যতন ভরে।
Comments
Post a Comment